2:55 pm , January 12, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলের শুভেচ্ছা বিনিমিয় করেছে ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের নেতৃবৃন্দ।
আমীর ও চরমোনাই পীর নেতৃবৃন্দকে সার্বিক দিকনির্দেশনা দিয়ে বলেন, আগামীর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। দেশ ও মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। নিজেদের জীবনকে ইসলামের রং এ রঙিন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, মহানগরীর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন,সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান,সদ্য সাবেক অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আলমগীর হুসাইন,বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম প্রমুখ।