3:37 pm , January 11, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার উদ্যোগে ইমামদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বরিশাল কালেক্টরেট জামে মসজিদে ১০ জানুয়ারি মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা ও জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি ও কালেক্টরেট জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন কলেজের চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীন ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা সভাপতি মুফতি এম এ সালাম। বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সেক্রেটারি মাওলানা মোঃ জাকির হোসেন, করিম কুটির জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শহিদুল ইসলাম, আমির কুটির জামে মসজিদের মাওলানা মোঃ শফিকুল ইসলাম, মাওলানা মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বরিশাল ল কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান।