3:20 pm , January 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে শুরু হয়েছে পুলিশের আন্ত. জেলা ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার সকালে জেলা পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি ছিলেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান। জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিনান্স) মো. ফারুক উল হক, নগদ’র এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশন এর পরিচালক লে. কর্নেল (অব.) মো. কাওসার শওকত আলী, অতিরিক্ত পরিচালক এম মাহবুব আলম, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, নগদ’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. অনিক ইসলাম। বরিশাল জেলা পুলিশ এর আয়োজনে ও নগদ’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টে বরিশাল বিভাগের ৬ জেলা ও বরিশাল আরআরএফসহ মোট ৭ টি দল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী ম্যাচে ঝালকাঠি ও পিরোজপুর জেলা দল মোকাবেলা করে। এতে ঝালকাঠি জেলা দল জয় লাভ করে। সময় স্বল্পতার কারনে টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আগামী ১৫ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য প্রতি বছর বরিশাল জেলা পুলিশ এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তবে এবারই প্রথম এই টুর্নামেন্টর পৃষ্ঠপোষকতা তথা স্পন্সর করেছে বাংলাদেশের জনপ্রিয় ও সর্বাধিক গ্রাহক সমৃদ্ধ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান “নগদ”। আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন নগদ লিমিটেড সার্বিক পৃষ্ঠপোষকতা করায় টুর্নামেন্টের আকর্ষন ও আয়োজন সমৃদ্ধ হয়েছে। পূর্বের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশ পুলিশের অংশ গ্রহনে আয়োজিত এই টুর্নামেন্টটি এবার ঝাঁকঝমকপূর্ন ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এরকম আয়োজনে সহযোগীতা করায় নগদের লিমিটেড এর প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।