বঙ্গবন্ধু বাংলার মাটিতে পা রাখার মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা অর্জন -এ্যাড. ইউনুস বঙ্গবন্ধু বাংলার মাটিতে পা রাখার মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা অর্জন -এ্যাড. ইউনুস - ajkerparibartan.com
বঙ্গবন্ধু বাংলার মাটিতে পা রাখার মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা অর্জন -এ্যাড. ইউনুস

3:37 pm , January 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন। মঙ্গলবার দিনটি পালনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নগরীর শহীদ সোহেল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে প্যানেল মেয়র গাজী নাঈমুল হাসান লিটু, এ্যাড. রফিকুল ইসলাম খোকন ও আয়শা তৌহিদা লুনা সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ। জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন নেতৃত্বে মহানগর ও এ্যাড. তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে শ্রমিকলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর। মুখ্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস। তিনি বলেন, ২৫ মার্চের কালো রাতের পূর্বেই বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা ঘোষনা করেছিলেন। ১৬ ডিসেম্বরে এদেশ পাকহানাদার মুক্ত করার মাধ্যমে স্বাধীন হলেও আমরা ১০ জানুয়ারী বঙ্গবন্ধু বাংলার মাটিতে পা রাখার মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা অর্জন করেছিলাম। এ সময় আরো বক্তব্য রাখেন, বিসিসি প্যানেল মেয়র গাজী নাঈমুল হাসান লিটু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, মহানগর ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, এ্যাড. আফজাল হোসেন, জেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার প্রমুখ।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয় দফা বেদিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সকাল ১০ টায় শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT