3:36 pm , January 10, 2023

পরিবর্তন ডেস্ক ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কালের কণ্ঠর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরিশাল ব্যুরো অফিস। আজ মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর প্যারারা রোড বরিশাল ব্যুরো অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে সেখানে পিঠা উৎসবে মিলিত হন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ অধ্যাপক এএস কাইয়ুম উদ্দিন আহমেদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মেহেদী হাসান, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক, সাবেক সভাপতি এডভোকেট আনিস উদ্দিন শহীদ ও অ্যাডভোকেট কেবিএস আহাম্মেদ কবির, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, কবি হেনরি স্বপন, নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী, আজিজুর রহমান শাহীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সনাকের সভাপতি অধ্যক্ষ ড. গাজী জাহিদ হোসেন, সাবেক সভাপতি শাহ সাজেদা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক কামরুল আহসান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার জাহাঙ্গীর কবির, সাংবাদিক সুশান্ত ঘোষ, আনিসুর রহমান, জুয়েল সরকার জাকির হোসেন, শাহিনা আজমিন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।