3:32 pm , January 10, 2023

লালমোহন প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যমে বাঙালী জাতি স্বাধীনতার পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী জাতির মুক্তির অবিসংবাদিত নেতা। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন মোকাবিলা করে ও বহু ত্যাগের বিনিময়ে বাঙালী জাতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনে দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র। এরআগে, দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।