3:29 pm , January 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুর বাজারে এক রাতে ৭ দোকানে চুরি হয়েছে। সোমবার দিনগত রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে বলে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন। চোর সাতটি দোকান থেকে নগদ অর্থ ও কবুতর চুরি করেছে। নগরীর ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ হোসেন জানান, বাজারের খান সুপার মার্কেটের সাতটি দোকানের পিছনের টিন কেটে রাত দুইটার দিকে প্রবেশ করেছে। পরে একটি কবুতরের দোকান থেকে ১০ টি কবুতর ও একটি দোকান থেকে ১২ হাজার টাকা চুরি করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে একজন চোর ভিতরে প্রবেশ করেছে। অন্য দোকানে তেমন কোন মালামাল ছিলো না। তবে আরো একটি কম্পিউটার দোকান থেকে কিছু যন্ত্রাংশ নিয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।