3:46 pm , January 9, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় বাড়ির জায়গা দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে প্রতিবন্ধীসহ ৬জনকে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় আহত ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার উপজেলার রতœপুর গ্রামের হাসেন খলিফার বাড়ি থেকে সুজন ফকিরের বাড়ি পর্যন্ত রতœপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইটের রাস্তার নির্মাণ কাজ চলছিল। ওই রাস্তা নির্মানের সময় হারুন ফকির আবুল কালাম আজাদকেও রাস্তার জন্য জায়গা দেওয়ার কথা বলেন। রাস্তার জন্য জায়গা চাওয়ায় হারুন ফকিরের উপর ক্ষিপ্ত হয়ে আবুল কালাম আজাদের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল হারুন ফকিরের প্রতিবন্ধী ছেলে সুজন ফকির (২৭) উপর হামলা করে। এসময় হামলার প্রতিবাদ করতে গেলে হারুন ফকিরের স্ত্রী মরিময় বেগম (৪৫), মেয়ে এসএসসি পরীক্ষার্থী জিদনী আক্তার (১৬), হারুনের বোন আলো বেগম (৪৫), হারুন ফকির (৫৫) ও প্রতিপক্ষের শরিফা বেগম (৪০)কে মারধর করে আহত করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত প্রতিবন্ধী সুজন ফকির, মরিয়ম বেগম, শরীফা বেগমকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আবুল কালাম আজাদ মারামারি করার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, সুজনের পক্ষের লোকজনও আমাদের উপর হামলা করে আহত করেছে।