3:20 pm , January 8, 2023

ভোলা অফিস ॥ ভোলায় পন্যবাহী ট্রাকের সাথে সংঘর্ষে যাত্রিবাহী বোরাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বোরাকের দুই যাত্রী। রোববার দুপুর পৌনে ৩ টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরাক চালক মো. সেলিম (৩০) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের মোঃ নাছির মাঝির ছেলে। আহত দুই যাত্রী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সেলিম চরগাজী থেকে যাত্রী নিয়ে ব্যাংকেরহাট বাজারে আসছিলো। এ সময় ভোলা থেকে চাল বোঝাই ট্রাক ভেলুমিয়া বাজারে যাচ্ছিলো। বোরাকটি ব্যাংকের হাট বাজার সংলগ্ন সড়কে উঠলে দ্রুতগামী ট্রাকের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বোরাক চালক সেলিম নিহত হয়। বোরাকে থাকা আহত দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছি। এছাড়াও ট্রলিটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।