3:18 pm , January 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। রোববার এ অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক মাদক বিক্রেতা হলো : রফিকুল ইসলাম (৩৬)। সে পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত অহেদ ফকিরের ছেলে।
বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন ঢাকা থেকে বরিশালগামী লঞ্চে রওনা দিয়েছে এক মাদক বিক্রেতা। সে বরিশাল নৌ-বন্দর থেকে কৌশলে বের হয়ে বাসে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি দল পটুয়াখালীগামী সেকেন্দার পরিবহনের বাসের পিছু নেয়। বাসটি পটুয়াখালীর শিয়ালী বাজার এলাকায় থামিয়ে তল্লাশী করা হয়। এ সময় বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়।
সহকারী পরিচালক এনায়েত হোসেন আরো জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় রফিকুল ইসলামকে আসামী করে মামলা করেছেন।