3:17 pm , January 7, 2023

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ ফেনীতে স্বর্ণের দোকান ডাকাতির ঘটনায় মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে থেকে ডাকাত রাকিবকে (২৮) আটক করেছে র্যাব। এ সময় র্যাব সদস্যরা খড়ের গাধার মধ্যে লুকিয়ে রাখা ডাকাতি কাজে ব্যবহৃত লাল রংয়ের পালসাল (ব্রাহ্মণবাড়িয়ায়-ল- ১১-০৫০৪০) একটি মোটর সাইকেলও উদ্ধার করে। শুক্রবার বিকেলে আটককৃত ডাকাত রাকিব ও মোটর সাইকেলটি ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন র্যাব সদস্যরা। ডাকাত রাকিব মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামের ইউসুব মিয়ার ছেলে। র্যাব কর্মকর্তারা জানান, সম্প্রতি ফেনী জেলার সোনাগাজী শহরে একটি স্বর্ণের দোকানে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতের গুলিতে এক ব্যক্তি মারা যান। সেখানে সিসি ফুটেজ দেখে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাত ও তাদের অবস্থান সনাক্ত করা হয়। সে আলোকে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে অভিযান চালিয়ে দুর্র্ধষ ডাকাত রাকিবকে আটক করা হয়। এসময় তাঁর বাড়ির উঠানে খড়ের গাধার মধ্যে লুকিয়ে রাখা ডাকাতি কাজে ব্যবহৃত লাল রংয়ের পালসাল মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শুক্রবার বিকেলে আটককৃত ডাকাত রাকিব ও মোটর সাইকেলটি ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।