3:29 pm , January 6, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ আজ বাবুগঞ্জ মাতাবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর। এ উপলক্ষে বর্নীল সাজে সেজেছে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের মা ও শিশু কল্যান কেন্দ্রের সামনের মাঠ ও আশেপাশের এলাকা। এ বর্নাঢ্য আয়োজনে আরো থাকছেন সরকারের উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা। এ আলোচনা সভায় দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করবেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুন্যাল জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালক ড. মো. মতিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম খান মিঠু, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উজিরপুর উপজেলা চেয়ারম্যান সিকদার বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মো. শাহজাহান হোসেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, আওয়ামীলীগের সম্পাদক গিয়াস উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, বিশিষ্ট সমাজসেব আতিক কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারীরা ও সোনারগাঁ হোটেলের সাবেক পরিচালক মোঃ আতিকুর রহমান আতিক,বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।