2:44 pm , January 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ তানসেন সংগীত বিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সংগঠনের ২৪তম বার্ষিক সাধারন সভা, কর্মী সম্মেলন ও নির্বাচন হয়। উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের সদস্যদের উপস্থিতিতে বিদ্যালয় কার্যালয়ে ২০২৩ সালের মেয়াদের কার্যকরি কমিটির নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি পদে বিনয় ভূষন মন্ডল, সহ-সভাপতি মিন্টু কুমার কর, ভুদেব মৈত্র, এম এ মুকুল, সুপন কান্তি ঘোষ, মানিক লাল সাহা, সাধারন সম্পাদক সঞ্জিব কর্মকার, সহ সাধারন সম্পাদক এইচ এম ইমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক পলাশ রায়, সমাজ সেবা সম্পাদক সজিব ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক অমল কৃষ্ণ রায়, সহ সম্পাদক স্বার্না রানী দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন চন্দ্র শীল, সহ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক দূর্জয় দাস শুভ। সদস্য হলো প্রিয় লাল দাস, সুমন দাস, বাপ্পি মজুমদার, দেবাশীষ চন্দ্র দাস, অসিম কৃষ্ণ ঘোষ, আবুল খায়ের, এইচ এম ফয়সাল বারী নয়ন, শিবু কর্মকার, ঝর্না মজুমদার। এতে নির্বাচন কমিশনার ছিলেন তানসেন সংগীত বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) ও সিনিয়র সদস্য অমল কৃষ্ণ দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ম-লীর সদস্য কাজী মিরাজ, অধ্যাপক বিমল চক্রবর্তী ও বরিশাল সাংস্কৃতিক সংগঠনের সমন্নয় পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী প্রমূখ।