3:23 pm , January 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর হাটখোলা এলাকায় কাঠ ব্যবসায়ীর দোকানে অগ্নিকান্ড হয়েছে। বুধবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। দোকানী ইউনুস হাওলাদার জানান, নগরীর হাটখোলা দপ্তরখানা স্বরূপ আলী সড়কে মেসার্স নাজমুল এন্টারপ্রাইজ নামে দোকান রয়েছে। দোকানে চাপালিশ, সীলকড়াই, মেহগনি কাঠের বানানো দরজা, চৌকাঠ ও অন্যান্য আসবাবপত্র বিক্রয় করা হয়। বুধবার দিনগত গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়েছে বিভিন্ন ধরনের কাঠ, বৈদ্যুতিক ক্যাবল ও মিটারসহ অন্যান্য জিনিসপত্র। গোডাউনের পাশে তার আসবাবপত্র শোরুমে থাকা প্রহরী ও স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় আগুন নিভানোর চেষ্টা করেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইউনুস আরো জানান, অগ্নিকান্ডে তার ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে থানায় জিডি করেছেন। কোতয়ালী মডেল থানায় ওই জিডি করা হয়েছে।