3:17 pm , January 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ শুক্র ও আগামীকাল শনিবার (৬ ও ৭ জানুয়ারি) প্রথমবারের মত দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল এবং এস এম কামাল হোসেন অগ্রবর্তী টিমে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।