চ্যাম্পিয়নের মিশনে ফরচুন বরিশাল, আগামীকাল প্রথম ম্যাচ চ্যাম্পিয়নের মিশনে ফরচুন বরিশাল, আগামীকাল প্রথম ম্যাচ - ajkerparibartan.com
চ্যাম্পিয়নের মিশনে ফরচুন বরিশাল, আগামীকাল প্রথম ম্যাচ

3:16 pm , January 5, 2023

বিপিএল এর নবম আসর শুরু হচ্ছে আজ

হেলাল উদ্দিন ॥ আজ শুরু হচ্চে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর ২ টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭ টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল। সন্ধ্যা ৭টায় বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে অংশগ্রহণ করবে সাতটি দল। ১৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের। দেশসেরা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি বরিশাল। তাই নবম আসরে চ্যাম্পিয়নদের তালিকায় নাম লেখাতে চায় ফরচুন বরিশাল। অবশ্য দল গঠনের চিত্র দেখে এবার বরিশাল কে চ্যাম্পিয়ন হিসাবে দেখছে ক্রিকেট বোদ্ধারা। ক্রিকেট দানব খ্যাত গেইলকে না পেলেও বেশ শক্তিশালী দল গড়েছে বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে এবারও আস্থা রাখছে দলটি। দেশী ক্রিকেটারদের মধ্যে সাকিব ছাড়াও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেনদের মতো ক্রিকেটাররা রয়েছে। কাগজে-কলমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবচেয়ে বেশি শক্তিশালী হলেও বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এই মৌসুমে ফরচুন বরিশাল সম্ভবত সবচেয়ে বেশি নিখুঁত দল। একটি দলের যা প্রয়োজন তার সবকিছুই তাদের কাছে আছে। ফরচুন বরিশালে শুধুমাত্র একজন নয়, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের মত দু’জন অলরাউন্ডার আছে। দারুণ ফর্মে আছেন দু’জনই। দলটির আছে দ্রুত গতির পেসার। মিরপুরের ধীর উইকেটে কার্যকর হতে পারে এমন মিডিয়াম পেসারও রয়েছে বরিশালের। ভালো মানের স্পিনার এবং কার্যকরী বিদেশী খেলোয়াড়ও আছে দলটির, যারা এই কন্ডিশনে ভালো করার সামর্থ্য রাখে। সাকিব এবারের বিপিএল ট্রফি জিতলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু অন্যান্য দলের মতো বরিশালেরও দুর্বল জায়গা রয়েছে। মিডল অর্ডারে সমস্যায় পড়তে পারে দলটি। যে কারণে মিডল অর্ডারে সাকিব ও মিরাজকেও খেলাতে পারে তারা। দলে মাহমুদুল্লাহ রিয়াদ আছে। কিন্তু বাস্তবতা হলো এই ফরম্যাটে ফর্মে নেই অভিজ্ঞ এই ব্যাটার।মিডল অর্ডারে দলের কার্যকর অস্ত্র হতে পারে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। পাকিস্তানের ইফতেখার আহমেদও জ্বলে উঠার সামর্থ্য রাখেন। মিডল অর্ডারকে শক্তিশালী করতেই তাদের সাথে সরাসরি চুক্তি করে বরিশাল। দলটির স্বীকৃত ওপেনার আফগানিস্তানের হার্ড-হিটার রহমানুল্লাহ গুরবাজ প্রতিপক্ষের বোলিং লাইন-আপকে ধসিয়ে দিতে পারদর্শী । তবে মিরপুরের ধীরগতির উইকেটে একই ধরনের কার্যকর হতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকেই যায়। কয়েক মাস আগে বাংলাদেশে সফরে আফগানিস্তানের আক্রমণাত্মক ব্যাটাররা সমস্যায় পড়েছিলেন। শ্রীলংকার আক্রমণাত্মক ব্যাটার কুশল পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের স্পিনিং অলরাউন্ডার রাকিম কর্নওয়ালকেও দলে নিয়েছে বরিশাল। দলে সাকিব ও মিরাজ বাঁহাতি এবং অফস্পিনের বিকল্প হিসেবে কাজ করবেন তারা। অস্ত্রাগারে লেগ-স্পিনার হিসেবে আছেন পাকিস্তানের উসমান কাদির। বরিশালের পেস আক্রমণে রয়েছে গত বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের সবচেয়ে সফল পেসার এবাদত হোসেন। এবাদতের সাথে আছেন কামরুল ইসলাম রাব্বি, কাজী অনিক, খালেদ আহমেদের মতো পেসাররা। আফগানিস্তানের করিম জানাতও পেস আক্রমণে থাকায় পর্যাপ্ত বিকল্প পাচ্ছে বরিশাল।
ফরচুন বরিশালের সূচি ঃ ঢাকা পর্ব ঃ ৭ জানুয়ারি- ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকাস সন্ধ্যা ৭টা, ১০ জানুয়ারি- ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স দুপুর ২টা। চট্টগ্রাম পর্ব ঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ফরচুন বরিশাল (১৩ জানুয়ারি দুপুর আড়াইটা), কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল (১৪ জানুয়ারি দুপুর ২টা), ফরচুন বরিশাল- রংপুর রাইডার্স (১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা) ঢাকা ডমিনেটরস-ফরচুন বরিশাল (২০ জানুয়ারি- সন্ধ্যা সোয়া ৭টা)। ঢাকা পর্ব ঃ ২৪ জানুয়ারি- ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স, দুপুর ২টা। সিলেট পর্ব ঃ ২৭ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল, সন্ধ্যা সোয়া ৭টা, ৩১ জানুয়ারি- ঢাকা ডোমিনেটরস- ফরচুন বরিশাল, দুপুর ২টা। ঢাকা পর্ব ঃ ৩ ফেব্রুয়ারি- ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স, দুপুর আড়াইটা,৭ ফেব্রুয়ারি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল, সন্ধ্যা ৭টা, ১০ ফেব্রুয়ারি- ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স, সন্ধ্যা ৭টা। ১২ ফেব্রুয়ারি- এলিমিনেটর, দুপুর ২টা,১২ ফেব্রুয়ারি- প্রথম কোয়ালিফায়ার, সন্ধ্যা ৭টা, ১৪ ফেব্রুয়ারি- দ্বিতীয় কোয়ালিফায়ার, সন্ধ্যা সোয়া ৭টা,১৬ ফেব্রুয়ারি- ফাইনাল, সন্ধ্যা সোয়া ৭টা।
এদিকে বিপিএলের প্রাইজমানিও বাড়ানো হয়েছে। এবার চ্যাম্পিয়ন দল ১ কোটি টাকার পরিবর্তে পাবে পাবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা। এছাড়াও বিপিএলের ম্যান অব দ্য সিরিজ হিসেবে পাবে ১০ লাখ টাকা। সেরা বোলার ও ব্যাটারদেরও পুরস্কার দেয়া হবে। সবমিলিয়ে প্রাইজমানি হবে ৪ কোটি টাকা।
ফরচুন বরিশাল পূর্নাঙ্গ দল ঃ সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান, ইফতেখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র(পাকিস্তান), ইব্রাহিদ জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), রাহকিম কনর্নওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রাহামানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)। ড্রাফট থেকে দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন। ড্রাফট থেকে বিদেশি: হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪১ দিনে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT