3:31 pm , January 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সরকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জরিমানা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে ক্যাবের সদস্য মো. জাহাঙ্গীর মোল্লা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। এ সময় স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।