3:23 pm , January 4, 2023
আজকের পরিবর্তন সম্পাদকের শোক
নিজস্ব প্রতিবেদক ॥ করিম কুটির চৌধুরী বাড়ী নিবাসী বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন চৌধুরী খোকন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার রাত ১০ টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ যোহর করিম কুটির জামে মসজিদ প্রাঙ্গনে তার প্রথম এবং ফরেস্টার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন, মরহুমের বাল্যবন্ধু সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, সোনার গা টেক্সাইল মিলস এর চেয়ারম্যান আজিজুর রহমান খান, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ঠ সমাজসেবক মাহমুদুল হক খান মামুন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন লাবু সহ সোনার গা টেক্সাইল মিলস এর কর্মকর্তা কর্মচারি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মরহুম সালাউদ্দিন চৌধুরি খোকন কর্ম জীবনে সানার গা টেক্সাইল মিলস এর জিএম ও প্রজেক্ট ডিরেক্টর হিসিবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন তিনি নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করেছেন। করিম কুটির এলাকার সকল উন্নয়ন মুলক কর্মকান্ডে তার অবদানের কথা এলাকার বাসিন্দারা শ্রদ্ধার সাথে স্মরন করেছেন। ধর্মপ্রান এই ব্যাক্তি করিম কুটির মসজিদের সার্বিক উন্নয়নে রেখে গেছেন বিশেষ অবদান। তিনি দীর্ঘদিন করিম কুটির মসজিদ পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ন পদে থেকে মসজিদ উন্নয়নে নানান ধরনের পদক্ষেপ গ্রহন করে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা নামাজ শেষে ফরেস্টার বাড়ী জামে মসজিদ প্রঙ্গনে তার দাফন সম্পন্ন হয়। আগামী শুক্রবার করিম কুটির মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সালাউদ্দিন চৌধুরি খোকন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহামুদ। শোক বার্তায় তিনি তার রুহের মাগফিরাত কামনা করেছেন।