2:52 pm , January 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। মঙ্গলবার বিকেলে নগরীর ৩নং ওয়ার্ড পুরানপাড়া হাফিজিয়া, এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসার শিশুদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন প্রতিবছরের ন্যায় এই শীতেও তিনি নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাগুলোতে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, পূর্বের ন্যায় তিনি সব সময়ই যেন জনগণের পাশে থেকে কাজ করে যেতে পারেন। এ সময় মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. গোলাম কবির বাদল ও সাধারণ সম্পাদক মো. শাহবুদ্দিন হাওলাদার, মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর সুপার হাফেজ মাওলানা সোলায়মানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।