4:01 pm , January 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই ঘটনা ঘটে। পরে জেলা ও মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে সমাবেশে এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ সহ জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা। এ সময় বক্তারা, সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের সামনে এগিয়ে আসার আহবান জানান। হাতাহাতির বিষয়ে ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি বলেন, এটা তুচ্ছ ঘটনা। সমাধান করে দেওয়া হয়েছে। এর আগে সকাল থেকে নগরীর ত্রিশটি ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার নিয়ে ছাত্র সমাবেশে অংশ গ্রহন করে।