3:58 pm , January 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জে এয়ারগান দিয়ে গুলি করে পাখি শিকারের দায়ে একজনকে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে কারাদ- দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম। দ-িত হান্নান হাওলাদার (৪০) নগরীর কাউনিয়া জানকি সিংহ রোড এলাকার বাসিন্দা। তাকে সাজা পরোয়ানাসহ বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নির্বাহী হাকিম ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা বলেন, দুপুরের দিকে হান্নান হাওলাদার উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগাতি গ্রামে যায়। তিনি এয়ারগান দিয়ে ঘুঘু, বকসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করে। স্থানীয় বাসিন্দারা পাখি শিকারী হান্নান হাওলাদারের পরিচয় জানতে চাইলে কখনো নিজেকে পুলিশ আবার সাংবাদিক পরিচয় দেয়। এক পর্যায়ে হান্নানকে আটকে তাকে খবর দেন বলে জানান ইউএনও। তিনি ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে কারাদন্ড দিয়েছেন বলেন নির্বাহী হাকিম। তিনি আরো বলেন, অবৈধভাবে পাখি শিকার করায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত হান্নানকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এয়ারগান দিয়ে গুলি করে হত্যা করা ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির ৩৫টি পাখি এতিমখানায় দেয়া হয়েছে। এয়ারগান বাবুগঞ্জ থানার হেফাজতে দেয়া হয়েছে।