4:04 pm , December 30, 2022

স্ব^রূপকাঠি প্রতিবেদক ॥ মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, মানুষের কল্যান করাই আশরাফুল মাখলুকাতের কাজ। সেজন্যই আল্লাহ সৃষ্টি সেরা জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। প্রকৃত শিক্ষা লাভ করতে পারলেই সর্বত্র ড. রেবেকা সুলতানার জন্ম হবে। সমাজের প্রতিটি এলাকায় রেবেকাদের জন্ম হলে একদিন বাংলার মানুষের কোন কষ্ট থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী বান্ধব সরকার। তাই সর্বত্রই নারীদের মূল্যায়ন করে চলছেন। বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন। সরকারের এলাকার পক্ষে সব কিছুই করা সম্ভব নয়। যদি আপনাদের অর্থাৎ জনগনের সম্পৃক্ততা না থাকে সমাজ এগোতে পারে না। সব দিক বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এ দেশ অচিরেই উন্নত দেশে পরিনত হবে। আপনারা তার জন্য দোয়া করা আল্লাহ জেন তাকে ক্ষমতায় রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলঅ বিনির্মান করতে পারে। তিনি হতকাল শুক্রবার সকালে স্বরূপকাঠির উত্তর জগন্নাথকাঠিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রেবেকা সুলতানার প্রতিষ্ঠিত ডা. শামসুর রহমান ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রে বার্ষিক চিকিৎসা সেবা ক্যাম্প,সহায়তা ও শীতবস্ত্র বিতরন এবং রেবেকা সুলতানার শিক্ষকের সম্মানে অধ্যক্ষ মো. শাহ আলম পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। অধ্যাপক ড. রেবেকা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতিয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস এম মুইদুল ইসলাম, পৌরসভার মেয়র মো. গোলাম কবির প্রমুখ। যেসকল বিশেষজ্ঞ চিকিৎসকগন চিকিৎসা দেন তারা হলে ডা.আশিক দত্ত, ডা. সুমন হালদার, ডা. ওয়াহিদুজ্জামান,ডা. মিরাজুল ইসলাম। বিতরন করেন ঔষধ, ছাগল, নগদ টাকা ও কম্বল। মন্ত্রী বিকেলে সেহাঙ্গলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্রবিতরন করেন। এসময় ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, ওসি আবীর মো. হোসেন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।