3:41 pm , December 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রঘুয়ার চর গ্রামের জীবিত হালিমা বেগম কে মৃত দেখিয়ে বয়ষ্ক ভাতার নাম পরিবর্তন করার অভিযোগ উঠেছে শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের বিরুদ্ধে। অসহায় অসুস্থ বৃদ্ধা হালিমা বেগম ছয় মাস ধরে ভাতার টাকা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। ৬ মাস ধরে হালিমা বেগম মোবাইলে ম্যাসেজ না পাওয়ায় স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলাসমাজসেবা অফিসে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন তাকে মৃত দেখিয়ে তার পরিবর্তে সুধা নামে এক নারীকে ভাতা প্রদান করছেন। হালিমা বেগমের অভিযোগ চেয়ারম্যান আর্থিক সুবিধা নিয়ে তাকে মৃত দেখিয়ে অন্য এক নারীকে ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন বলেন, কোন ভাতাভোগী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অফিসিয়াল ভাবে আমাদের অবহিত করবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। হালিমা বেগম নামে এক নারী গত জুন মাসে আমার অফিসে এসে অভিযোগ করেন যে সে ছয় মাস ধরে টাকা পায় না। পরে মৃত ব্যক্তির প্রতিস্থাপিত তালিকা যাচাই করে দেখি ২০২১ সনের ৩০ ডিসেম্বর ২২৪ নম্বর স্মারকে ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন সাহেব ইউনিয়ন পরিষদের প্যাডে লিখিতভাবে আমাকে মৃত ব্যক্তির যে তালিকা দেয় সেখানে অসহায় হালিমা বেগমের নাম রয়েছে। অথচ হালিমা বেগম জীবিত। তিনি বলেন, আমাদের জনবল না থাকায় এবং জন্ম মৃত্যু নিবন্ধনে জটিলতা থাকায় সবকিছু যাচাই বাছাই করতে সমস্যা হয়। হালিমা বেগমকে ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের সাথে যোগাযোগ করতে বলেছিলাম।
এ ব্যাপারে শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, একটু ভুল হয়েছিলো কিন্তু পরবর্তীতে সংশোধন করা হয়েছে।