3:37 pm , December 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে শুরু হয়েছে দুইদিন ব্যাপি শিল্পাচার্য ‘জয়নুলের বাংলা’ শীর্ষক চিত্র প্রদর্শনী। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ প্রদর্শনী বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে। শেষ হবে আজ শুক্রবার। শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মবার্ষিকী উদযাপন পর্ষদের উদ্যোগে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ। সভাপতিত্ব করেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মবার্ষিকী উদযাপন পর্ষদের আহ্বায়ক ভানু লাল দে। দুই দিন ব্যাপী প্রদর্শনীর শুরুতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৫০টি ছবি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দ্বিতীয় দিন শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান, জয়নুল স্মারক চারুকলা সম্মাননা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও সনদ বিতরণ করবেন অতিথিরা।