৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে চিঠি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে চিঠি - ajkerparibartan.com
৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে চিঠি

3:36 pm , December 29, 2022

বিসিসির স্ট্রীট লাইন থেকে ব্যবসায়ী মোনাব্বরের অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ পাওয়ার সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি দিয়েছে বিসিসি। নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়ার হাট কালিজিরা বাজার এলাকায় অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মালামাল জব্দের পাশপাশি ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা চেয়ে এক ব্যক্তিকে চিঠি প্রদান করেছেন বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। ক্ষতিপূরনের অর্থ জমা প্রদানে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। কর্পোরেশনের বৈদ্যুতিক শাখা থেকে অবৈধ বৈদ্যুতিক সংযোগের বিষয়ে বুধবার রাতে নগরীর জাগুয়ার হাট কালিজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার বাসীন্দা মো: মোনাব্বর হোসাইন খাঁনের আবাসিক ভবন খাঁন টাওয়ার এবং ব্যবসা প্রতিষ্ঠান খাঁন ব্রাদার্সে বরিশাল সিটি কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি পরিলক্ষিত হয়। এসময় আভিযানিক টিম অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মালামাল জব্দ করে। এব্যাপারে গতকাল বৃহস্পতিবার বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক পত্র অভিযুক্ত মো: মোনাব্বুর হোসাইন খাঁনের কাছে পাঠানো হয়। পত্রে উল্লেখ করা হয়, কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের ফলে কর্পোরেশনের পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়। এ অবস্থায় অভিযুক্তকে ক্ষতিপূরণের অর্থ কর্পোরেশনের তহবিলে জমা দিতে বলা হয়েছে। ব্যর্থতায় এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার না করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে কর্পোরেশনের চলমান অভিযান আরো জোরদার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT