2:57 pm , December 29, 2022

মো. জসিম জনি, লালমোহন ॥ ঘন কুয়াশার কবলে পরে মেঘনায় সকল যাত্রীবাহী লঞ্চ আটকে ছিলো। এতে বৃহস্পতিবার সকল রুটে পৌছতে বিলম্ব হয় দীর্ঘ কয়েক ঘন্টা। ফলে জরুরি প্রয়োজনে বিভিন্নস্থানে যাওয়া যাত্রীরা বিড়ম্বনায় পড়েছে। ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চ ভোর ৩টায় মুন্সিগঞ্জের কাটপট্টি এলাকায় ঘন কুয়াশার কবলে পড়ে। এরপর আর সামনে এগুতে পারেনি কোন লঞ্চ। ফলে কাটপট্টি এলাকার আশে পাশে নোঙ্গর করে রাখে। বেলা ১০ থেকে ১১টার আগে অধিকাংশ লঞ্চ সদরঘাট পৌছুতে পারেনি। লালমোহন থেকে ছেড়ে আসা এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের কয়েকজন যাত্রী জানান, সকাল ৬টার মধ্যে সদরঘাট পোছার কথা। ১০ টার মধ্যে অফিসে যাওয়ার কথা ছিলো। কিন্তু সদরঘাট এসে পৌছেছি ১১ টায়। এরফলে অফিসে যেতে পারেননি। ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোও সময়মতো পৌছতে পারেনি গন্তব্যে। গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের সুপার ভাইজার শামিম জানান, ভোর ৩টায় কাঠপট্টি পৌছলেও ঘন কুয়াশার কারণে নদীতে কিছুই দেখা যাচ্ছিল না। একারণে আমরা লঞ্চ নোঙ্গর করে রাখি। সকাল ৯টার দিকে আস্তে আস্তে ছেড়ে এগুতে থাকি। সদরঘাট পৌছতে ১১ টা লাগে।