3:21 pm , December 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। আত্মহননকারী কিশোরী হলো-পুজা রায় (১৪)। উপজেলার জল্লা ইউনিয়নের উত্তর কুড়োলিয়া ১নং ওয়ার্ডের সভা রায়ের কন্যা।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, ঘরের বারান্দা আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
তবে পরিবার জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ ছিলো পুজা। ধারনা করা হচ্ছে তাই সে আত্মহত্যা করেছে।