3:18 pm , December 28, 2022

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি নম্বর বন্ধ দীর্ঘ ৪ মাস। তা সত্ত্বেও নম্বরটি সচল করতে দেখা যায়নি। প্রায় ৪ মাস আগে মোবাইল সেট হারিয়ে গেছে বললেও সিমটি উত্তোলন করে পূণরায় চালু না করায় ইমার্জেন্সিতে যোগাযোগ করা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে কোন স্বাস্থ্য সেবা ও জরুরী তথ্য নেওয়ার জন্য ইমার্জেন্সি নম্বরটি সবার ফোনে সংরক্ষণ করা আছে। কিন্তু ফোনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জরুরী বিভাগের কোন তথ্য পাওয়া যাচ্ছে না। যার কারণে বাধ্য হয়ে বিভিন্ন ডাক্তার ও স্টাফদের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করতে হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান জানান, প্রায় ৪ মাস আগে মোবাইল সেট হারিয়ে গিয়েছিল জরুরী বিভাগ থেকে। জরুরী বিভাগের এই গ্রামীণ নম্বরটি (০১৭৩০-৩২৪৪২০) সরকারিভাবে নেওয়া। স্থানীয় কারো নামে না হওয়ায় সিমটি উত্তোলন করা যাচ্ছে না। গ্রামীণ ফোনের বরিশাল অফিসে যোগাযোগ করেও সিমটি তোলা যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান জানান, আমি মাত্র দু’দিন আগে যোগদান করেছি। জরুরি বিভাগের সিমটি বন্ধ আছে জানতে পারলাম। আশা করি কিছুদিনের মধ্যে সিমটি চালুর ব্যবস্থা করা হবে।