লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি নম্বর ৪ মাস ধরে বন্ধ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি নম্বর ৪ মাস ধরে বন্ধ - ajkerparibartan.com
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি নম্বর ৪ মাস ধরে বন্ধ

3:18 pm , December 28, 2022

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি নম্বর বন্ধ দীর্ঘ ৪ মাস। তা সত্ত্বেও নম্বরটি সচল করতে দেখা যায়নি। প্রায় ৪ মাস আগে মোবাইল সেট হারিয়ে গেছে বললেও সিমটি উত্তোলন করে পূণরায় চালু না করায় ইমার্জেন্সিতে যোগাযোগ করা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে কোন স্বাস্থ্য সেবা ও জরুরী তথ্য নেওয়ার জন্য ইমার্জেন্সি নম্বরটি সবার ফোনে সংরক্ষণ করা আছে। কিন্তু ফোনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জরুরী বিভাগের কোন তথ্য পাওয়া যাচ্ছে না। যার কারণে বাধ্য হয়ে বিভিন্ন ডাক্তার ও স্টাফদের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করতে হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান জানান, প্রায় ৪ মাস আগে মোবাইল সেট হারিয়ে গিয়েছিল জরুরী বিভাগ থেকে। জরুরী বিভাগের এই গ্রামীণ নম্বরটি (০১৭৩০-৩২৪৪২০) সরকারিভাবে নেওয়া। স্থানীয় কারো নামে না হওয়ায় সিমটি উত্তোলন করা যাচ্ছে না। গ্রামীণ ফোনের বরিশাল অফিসে যোগাযোগ করেও সিমটি তোলা যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান জানান, আমি মাত্র দু’দিন আগে যোগদান করেছি। জরুরি বিভাগের সিমটি বন্ধ আছে জানতে পারলাম। আশা করি কিছুদিনের মধ্যে সিমটি চালুর ব্যবস্থা করা হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT