ক্ষমতাবলে ভাগ বাটোয়ারা হয়েছে সরকারের ঘর ও জমি : হারুন ভান্ডারী ক্ষমতাবলে ভাগ বাটোয়ারা হয়েছে সরকারের ঘর ও জমি : হারুন ভান্ডারী - ajkerparibartan.com
ক্ষমতাবলে ভাগ বাটোয়ারা হয়েছে সরকারের ঘর ও জমি : হারুন ভান্ডারী

3:18 pm , December 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি, বাসস্থান বরাদ্দ এবং জরুরী খাদ্য নিশ্চিত করার দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বরিশাল জেলার সভাপতি এ দেশের ভূমি আন্দোলনের অন্যতম নেতা হারুন ভান্ডারী। তিনি তার বক্তব্যে বলেন, দেশে যে সংখ্যক প্রকৃত বাস্তব ভিটাহীন নদী ভাঙ্গুলী মাথাগোজার ঠাইবিহীন মানুষ রয়েছে সে তুলনায় সরকার নগন্য বরাদ্দ দিয়েছেন। সেমি- পাকা ঘর, আমার বাড়ী আমার খামার, খাস জমি সারা দেশে যা বরাদ্দ দিয়েছে তার সিংহ ভাগই আমলা, ছিচকে নেতা অর্থের বিনিময়ে ও বাড়ী ঘরওয়ালা ব্যক্তিকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বরাদ্দ দিয়েছে। ১৯৯৭ সনে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি ঘর বরাদ্দের জন্য ভূমি বন্দোবস্থ ব্যবস্থাপনা নীতিমালা তৈরী করেছেন। এই নীতিমালা অনুসরন না করে ক্ষমতাবলে ভাগ বাটোয়ারা করেছে। অথচ অসহায় মানুষগুলি বরাদ্দকৃত ঘর, খাস জমি পায় নাই। এই নিতীমালা অনুসরন করে ভূমি বন্টন কমিটি হলে প্রকৃত ভূমিহীন জনগনের ভাগ্যে কিছু জুটতো। এতে করে খাদ্য রিজার্ভ সংকট ও জরুরী খাদ্য নিশ্চিত ও জননিরাপত্তা চরম হুমকির সম্মুখিন আছে। বর্তমানে দেশের সকল থানা, পুলিশ ষ্টেশন, ভূমি ও প্রশাসনিক দপ্তরে প্রকৃত ভূমিহীন হতদরিদ্র মানুষগুলো অত্যাচারিতভাবে এই সব স্থানে অভিযোগ বা যে কোন বিষয় দেখা করলে ওনাদের নিকট হইতে সঠিক কোন উত্তর পাওয়া যায় না বরং হয়রানী ও মিথ্যা মামলাসহ ঠেলা লাথী খেয়ে ফিরে আসতে হয়। এমতাবস্থায় প্রকৃত ভূমিহীনদের খাস জমি বাসস্থান বরাদ্দ, জরুরী খাদ্য নিশ্চিত জননিরাপত্তা ও খাদ্য রিজার্ভ সংকট পুরন করার জন্য সরকারের নিকট জোর আহ্বান জানান। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিষাণী সভা কেন্দ্রিয় কমিটির সহ-সভানেত্রী বরিশাল জেলার সভানেত্রী রেহেনা বেগম মিতু। বরিশাল জেলার সাধারন সম্পাদক হালিম মহুরী, সাধারণ সম্পাদিকা রেনু বেগম, প্রচার সম্পাদক ইউসুফ আকন, প্রচার সম্পাদিকা হিরা বেগম, সাংগাঠনিক সম্পাদক আঃ রহমান, সাংগাঠনিক সম্পাদিকা মনি বেগম, দপ্তর সম্পাদক গোপাল দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা সাধারণ সম্পাদক এডভোকেট একে আজাদ, বরিশাল দর্জি শ্রমিক ইউনিয়ন বরিশাল মহানগরীর আহবায়ক তুষার সেন, বরিশাল দোকান কর্মচারী ইউনিয়ন মহানগর সভাপতি স্বপন দত্ত, বরিশাল জেলা সদস্য অভিনাশ মিস্ত্রি, সীমা বেগম, মহানগর সদস্য বাদশা, হাওয়া বেগমসহ অন্যান্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT