3:12 pm , December 28, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীসহ বিভাগের ৬ জেলার ৪৯ জন করদাতাদের সম্মাননা দেয়া হয়েছে। বুধবার দুপুরে নগরীর একটি হোটেলের কনফারেন্স কক্ষে তাদের সম্মাননা জানিয়েছে বরিশাল কর অঞ্চল। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বাজস্ব বোর্ডের সদস্য আব্দুল মজিদ। বরিশাল কর অঞ্চলের কর কমিশনার কাজী লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু ও বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুহিত রহমান। অনুষ্ঠানে দীর্ঘ মেয়াদী কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা এবং সর্বোচ্চ ৪০ বছর বয়সের নিচে তরুন কর প্রদানকারী ৪৯ করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। এদের মধ্যে বরিশাল নগরীর ৭ জন, বরিশাল জেলায় ৭ জন, ঝালকাঠী জেলায় ৭ জন, পটুয়াখালী জেলায় ৭ জন, বরগুনা জেলায় ৭ জন, ভোলা জেলায় ৭ জন এবং পিরোজপুর জেলায় ৭ জন রয়েছেন। প্রধান অতিথি আব্দুল মজিদ বলেন, দেশে বর্তমানে জিডিপির হার ৮ শতাংশ। যা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। আমরা চেষ্টা করছি মধ্য মেয়াদে এটাকে ১৬ ভাগে এ্ং ২০৪১ সালে ২০ শতাংশে উন্নীত করার। জিডিপির হার বৃদ্ধি পেলেই আমাদের দেশের যে উন্নয়ন তা অব্যাহত থাকবে। তিনি দেশের উন্নয়নের ধারাকে তরান্বিত করার জন্য সকলকে কর দেয়ার আহবান জানান।