3:18 pm , December 27, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ফেন্সিডিলসহ এক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার এ অভিযান চালানো হয় বলে মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। আটক আবু হাসান গাজী (৩৮) যশোরের বালিয়াডাঙ্গা মমতা নীড় এলাকার বাসিন্দা ও ঝিকরগাছা থানার দিকদানা গ্রামের মৃত আবু বকর গাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপো সংলগ্ন বিসমিল্লাহ গ্যাস হাউজের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে আবু হাসান গাজীকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।