3:14 pm , December 27, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাসের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষ্যে বেলুন ফেষ্টুন অবমুক্ত করাসহ কেক কাটা, সভা ও দোয়া-মোনাজাত করা হয়েছে। পৃথকভাবে কর্মসূচী পালন করেছে মহানগর ও বরিশাল জেলা দক্ষিণ শাখা। মহানগর জাসাস সভাপতি মীর আদনান তুহিনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর শ্রমিক দলের আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. এইচএম তছলিম উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান, জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ প্রমুখ।
এর আগে একই স্থানে বরিশাল দক্ষিন জেলা জাসাসের আয়োজনে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন ও বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন।