3:32 pm , December 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ফসলি জমিতে বিদ্যুৎ সংযোগ ইঁদুরের হাত থেকে বীজ ধান রক্ষা ও ইঁদুর নিধন করা হয় বরিশালের উজিরপুরে। ছেলের দেয়া এই বিদ্যুৎ সংযোগে এবার প্রাণ হারালো উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে এক গৃহবধু। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গাজীর পাড় গ্রামের মৃত ফজলুল হক বেপারীর ছেলে মিন্টু বেপারী বাড়ির পাশে জমিতে বীজ ধান রোপন করে। রোপন করার পর থেকে বীজ ধান ইঁদুরে খেয়ে ফেলে। বীজ ধান রক্ষা ও ইঁদুর নিধন করার জন্য বীজ খেতের চার দিকে তার দিয়ে রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সকালে বন্ধ করে থাকে। সোমবার বেলা ১১ টায় ছেলে মিন্টু বেপারির রোপনকৃত ধানের বীজ তুলতে যান তার মা শেফালী বেগম (৫৫)। বিদ্যুৎ সংযোগ দেয়া রয়েছে তার মা বুজতে পারেনি। বীজ তুলতে শুরু করলে বিদ্যুৎ সংযোগ দেওয়া তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলে নিহত হন।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়েছি, ঘটনা স্থলে এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।