3:31 pm , December 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এক সন্তানের জননীকে গণ ধর্ষণের মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মামলা দায়েরের পর দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো : নগরীর ২৪ নং ওয়ার্ড দপদপিয়া সেতু এলাকার বাসিন্দা রুস্তুম হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার (২৫) ও একই ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে সুজন বাবুর্চি (২২)। পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি জানান, নলছিটি উপজেলার কয়া এলাকার বাসিন্দা গৃহবধূর সাথে আসামীদের দুই মাস পূর্বে ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে আসামীদের সাথে কথা হয়। গত ২৪ ডিসেম্বর তাদের সাথে দেখা করতে নগরীর রুপাতলীতে আসে ওই গৃহবধূ। তখন মিঠু তাকে সুজন বাবুর্চির বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে সুজনসহ আরো দুইজন তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় রোববার রাতে কোতয়ালী মডেল থানায় ওই গৃহবধূ বাদী মামলা করে। মামলার পর মিঠু ও সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অপর দুই আসামী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরিদর্শক বিপ্লব আরো জানান, গৃহবধূকে সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। মিঠু ও সুজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।