3:24 pm , December 24, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক ইত্তেফাক ৭০ বছরে পদার্পনে শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ইউরো কনভেনশন হলে (রাজা বাহাদুর সড়ক, অফিসার্স ক্লাব) সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এর উপাচার্য প্রফেসর ড. আবু হেলাল মো. আব্দুল বাকি, ট্রেজারার ড. সৈয়দ আলী মোল্লা, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান খান, র্যাব-৮’র সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,, যুগ্ম সাধারণ সম্পাদক এম. জহির, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, সনাক সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, বিএম কলেজের উপাধ্যক্ষ ড. এএস কাইউম উদ্দিন আহমেদ, বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. আখতারুজ্জামান, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সরদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথা’র প্রকাশক ও সম্পাদক শামীমা সুলতানা, সাংবাদিক এম মোফাজ্জেল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, সিনিয়র সদস্য রবিউল ইসলাম, ডাঃ আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোনাব্বর হোসাইন খান, আব্দুল মান্নান মনা, দৈনিক মুখপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদি হাসান শুভ, তন্ময় তপু, জিয়াউল করিম মিনার, আরিফ হোসাইন, এম.রহমান নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী ফিরোজ আল কামাল, রকি নিউজ এজেন্সির মো. রকি, আলম বুক এজেন্সির আগমন, এজেন্সি মালিক মো. মোহসিন, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ফারুক লিটু, বাকেরগঞ্জ সংবাদদাতা মো. গোলাম মোস্তফা, হিজলা সংবাদদাতা মো. আলহাজ¦, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ নেছার জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রিপন, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্ম দিন উপলক্ষ্যে সরকারী-বেসরকারী সংস্থা সহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও কেক নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন। তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যত সাফল্য কামনা করেন।