ঝালকাঠি জেলা বিএনপির গণ মিছিলে পুলিশি বাঁধায় পন্ড  ঝালকাঠি জেলা বিএনপির গণ মিছিলে পুলিশি বাঁধায় পন্ড  - ajkerparibartan.com
ঝালকাঠি জেলা বিএনপির গণ মিছিলে পুলিশি বাঁধায় পন্ড 

3:16 pm , December 24, 2022

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলা বিএনপির গণ মিছিলে পুলিশি বাঁধায় জেলা কার্যালয়ে সামনেই পন্ড হয়ে যায়। সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সারাদেশে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ঝালকাঠি জেলা বিএনপি’র গণ মিছিলে পুলিশি বাধা দেয়। পুলিশি বেরিকেটের মধ্যে শনিবার সকাল ১১টায় শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সামনে অগ্রসর হতে চাইলে তিন দিকে পুলিশের বেরিকেট থাকায় মিছিল পন্ড হয়ে যাওয়ায় জেলা কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল আমীন রিজভীসহ রাজবন্ধিদের মুক্তির দাবি ও পুলিশের গুলিতে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেশব্যাপী গণমিছিলের কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব এডভোকেট মো. শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল, ওয়ারেচ আলী খান, এডভোকেট মিজানুর রহমান মুবিন, অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, সিনিঃ যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এডভোকেট আনিচুর রহমান খান, কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, স্বেচ্ছাসেবক দল সভাপতি সফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক সাফায়াত হোসেন সরদার, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ হোসেন খান, সাধারন মোঃ গিয়াস সরদার দিপু, তাতি দলের সভাপতি বাচ্চু হাসান খান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসচীতে অংশ নেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT