গান বাজনায় পরিবেশ নষ্ট হয়না, ওয়াজ মাহফিল হলেই পরিবেশের প্রশ্ন কেন : শরফুদ্দিন বেগ গান বাজনায় পরিবেশ নষ্ট হয়না, ওয়াজ মাহফিল হলেই পরিবেশের প্রশ্ন কেন : শরফুদ্দিন বেগ - ajkerparibartan.com
গান বাজনায় পরিবেশ নষ্ট হয়না, ওয়াজ মাহফিল হলেই পরিবেশের প্রশ্ন কেন : শরফুদ্দিন বেগ

3:18 pm , December 21, 2022

বিশেষ প্রতিবেদক ॥ গান বাজনা, সভা সমাবেশে যখন মাইক বাজে, যখন আতশবাজিতে কান জ্বালাপালা হয় তখন পরিবেশ নষ্ট হয় না। কারো ঘুমেও ব্যাঘাত ঘটে না, আর পড়াশুনারও ক্ষতি হয় না। ক্ষতি হয় শুধু বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করলে। বুধবার বাদ আসর স্টিমারঘাট জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা শরফুদ্দিন বেগ এই অভিযোগ তুলে ইসলাম ও নবী রাসুলের কথা শুনতে আগ্রহী মুসলমানদের বেশি বেশি ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার অনুরোধ জানান। তিনি এ সময় আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর প্রতিদিন বাদ আছর কলেজ রোড বরিশালের জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার নিমন্ত্রণ জানিয়ে বলেন, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা আয়োজিত ওই ওয়াজ মাহফিল মূলত তাফসিরুল কোরআন। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন তা ব্যাখ্যা করবেন বিশিষ্ট কোরআন গবেষক আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব,  মাওলানা নুরুর রহমান বেগ সহ আরো অনেকে। প্রতিদিন বাদ আছর এই তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT