আগামী ১ জানুয়ারি থেকে জন্ম ও মৃত্যুর নিবন্ধন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আগামী ১ জানুয়ারি থেকে জন্ম ও মৃত্যুর নিবন্ধন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে - ajkerparibartan.com
আগামী ১ জানুয়ারি থেকে জন্ম ও মৃত্যুর নিবন্ধন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে

4:05 pm , December 20, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবন থেকে পরিচালিত নগরবাসীর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আগামী ১ জানুয়ারি থেকে সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে পরিচালিত হবে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বরিশাল ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে একথা জানান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র তার বক্তৃতায় বলেন, নগরবাসীর ভোগান্তির কথা মাথায় রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম এখন থেকে নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য যাতে নগরবাসীকে সিটি কর্পোরেশন পর্যন্ত না আসতে না হয় সেজন্য প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের কম্পিউটারে এই সার্ভার দিয়ে দেওয়া হবে। এজন্য এই ৮ থেকে ১০ দিন সময় লাগবে। যদি সম্ভব হয় এর আগেও হয়ে যেতে পারে। মেয়র আরো বলেন, ৩০ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশাপাশি সংরক্ষিত আসনের ১০ জন মহিলা কমিশনাররাও তাদের কার্যালয় থেকে এই কার্যক্রম পরিচালনা করবেন। ফলে এখন থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফরম পূরণ থেকে শুরু করে টাকা জমা দেওয়া সব কিছুই স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন ও আয়শা তৌহিদ লুনা, বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT