পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসি সভা পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসি সভা - ajkerparibartan.com
পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসি সভা

4:05 pm , December 15, 2022

এমএম আমজাদ হোসাইন ॥ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে এডভোকেসি সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম. রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের উপ-পরিচালক সুপ্রিয়া বর, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান মধু ও রেহানা বেগম, বিসিসির সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কহিনুর বেগম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের  উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএভিএস বরিশাল জেলার ব্যবস্থাপক ডাঃ এম এ মালেক, বরিশাল সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক এম এম আমজাদ হোসাইন। সভায় বক্তারা বলেন, ঘরে ঘরে পরিবার কল্যান সেবার বার্তা পৌঁছে দিতে হবে। যাতে করে পরিবার থেকেই সবাই পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে পারে। মাঠকর্মীদের কারণে বিগত সময়ের থেকে এ বিষয়ে সাধারণ মানুষ অনেকটাই সচেতন। তারপরও এ কাজটিকে আরও এগিয়ে নিতে সমাজের সকল পর্যায়ের মানুষের সহযোগীতা প্রয়োজন।
বক্তারা বলেন, আমরা চাই গর্ভকালীন সময়ে সন্তান প্রসব করতে গিয়ে আর কোন মায়ের মৃত্যু না হোক। আর এ লক্ষ্যে কিশোরীকালীন সময়েই সবাইকে সচেতন হতে হবে। কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ কলেজগুলোতে প্রচারণা চালাতে হবে। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাসিক সভা নিশ্চিত করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT