মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে কেহ আর এই দেশের কোন ক্ষতি করতে পারবেনা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে কেহ আর এই দেশের কোন ক্ষতি করতে পারবেনা - ajkerparibartan.com
মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে কেহ আর এই দেশের কোন ক্ষতি করতে পারবেনা

3:33 pm , December 14, 2022

পিরোজপুর প্রতিবেদক ॥ এ দেশটা হঠাৎ করে সৃস্টি হয়নি, ৩০ লক্ষ মানুষের বুকের তাজা রক্ত আর দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশের জন্ম হয়েছিল। আর এর নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আমরা আমাদের চিন্তা চেতনায় মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে কেউ আর এই দেশের কোন ক্ষতি করতে পারবে না। পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এ সময় মন্ত্রী আরও বলেন, যাদের জন্য আমি আজ এমপি-মন্ত্রী হয়েছি, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা ডিসি এসপি হয়েছি, সেই সব শহীদ বুদ্ধিজীবীদের, সেই সব লাখো শহীদদের আমরা কবর দিতে পারি নাই। বধ্যভুমির গন-কবরে তাদের আত্মা গুমড়ে কাঁদছে। আর এই হত্যাযজ্ঞের দোষর সেই সকল স্বাধীনতা বিরোধী রাজাকার আল-বদর শান্তি কমিটির লোকজনের কবর হয় জাতীয় সংসদের মত একটি অতি পবিত্র জায়গার মাটিতে। স্বাধীনতা বিরোধী স্ইে জামায়াত-আল বদরদের যারা প্রতিষ্ঠিত করে তাদের গাড়িতে আমার বুকের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল এখনও তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদের সম্পর্কে সকলকে সজাগ থেকে আগামী প্রজন্মকে ৭১’র এর ভয়াবহতার ইতিহাস সঠিক ভাবে জানাতে হবে। যে সব মুক্তিযোদ্ধারা এখনও আমাদের মাঝে জীবিত আছেন, তারা কি ভাবে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, সেই সব গল্প স্কুল কলেজের এই প্রজন্মকে জানানোর আহবান জানান মন্ত্রী। বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউনুফ জাকী, বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি, গৌতম চৌধুরী, সমীর কুমার বাচ্চু, রুহিয়া বেগম হাসি প্রমুখ। এর আগে সকালে বলেশ্বর খেয়াঘাট বধ্যভুমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী সাইফুদ্দিন এবং পিরোজপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT