3:39 pm , December 9, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম-মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সংগঠক ও ২ নং ওয়ার্ড শাখার সভাপতি শানু বেগম, ২৯ নং ওয়ার্ড শাখার সংগঠক রিতা বেপারী, ৫ নং ওয়ার্ড শাখার সংগঠক নাজমুন নাহার, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন, সদস্য লিয়া মনি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও বাংলাদেশের আইনে নারীর প্রতি বৈষম্য করে রাখা হয়েছে। সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব অর্থাৎ পারিবারিক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। সমকাজে সমমজুরি আইনে থাকলেও বাস্তবে প্রায় সমস্ত অপ্রাতিষ্ঠানিক খাতে নারী পুরুষের তুলনায় কম মজুরি পেয়ে থাকেন। সরকারি হিসেব অনুযায়ী এখনও ৫২ শতাংশ নারীর বাল্য বিবাহ হয়, নারী ধর্ষণ হয়, ঘরে বাইরের সমভাবে নারী নিপীড়ন চলছে। বক্তারা আরও বলেন, বিজ্ঞাপন, নাটক, সিনেমায় নারীকে পণ্যরূপে উপস্থাপন করা হয়। পর্ণোগ্রাফি ও মাদক বন্ধে সরকার মুখে জিরো টলারেন্সের কথা বললেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেই। আবার নারীকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রের তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। বক্তারা রোকেয়া দিবসে নারী মুক্তির লড়াই বেগবান করার অঙ্গিকার ও বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে বর্তমান ফ্যাসিবাদী সরকারের নিপীড়নমূলক শাসন-শোষণের বিরুদ্ধে রোকেয়ার বিপ্লবী চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।