3:41 pm , December 8, 2022

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক , কোষাধ্যক্ষ সহ ৯ টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটারের সংখ্যা ৬১৫ জন। সভাপতি পদে সাইদুর রহমান, নুরুল আমিন ও রেজাউল করিম স্বপন, সাধারণ সম্পাদক পদে সোহাগ তালুকদার ও শোয়াইব সিদ্দিকী, সাংগঠনিক পদে শওকত আকবর, আল মামুন, সুমন হাওলাদার ও শামীম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শফিকুল ইসলাম স্বপন জানান, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার চেষ্টা করবো।