3:44 pm , December 7, 2022

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সদস্যকে আটকক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত গভীর রাতে এ অভিযান করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটক ডাকাত হলো-নাইম দেওয়ান (২২)। সে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়ির চর খাজুরিয়া গ্রামের চুন্নু দেওয়ানের ছেলে। মেহেন্দিগঞ্জ থানার এসআই আরিফুর রহমান জানান, নাইম দেওয়ানের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক দ্রব্যে ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩/১৪ টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারী পরোয়ানা তামিলে মঙ্গলবার দিনগত গভীর রাতে নাইমের ঘরে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর তল্লাশী করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এসআই আরিফ আরো জানান, এ ঘটনায় থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যে আইনে মামলা করা হয়েছে। মামলায় একমাত্র নাইমকে আসামী করা হয়েছে। তিনি আরো জানান, নাইম জিজ্ঞাসাবাদে ডাকাত দলের গডফাদারসহ অন্যান্য সদস্যদের পরিচয় প্রকাশ করেছে। তাদের গ্রেপ্তারে অভিযান করা হবে বলে এসআই আরিফুর রহমান জানান।