আগৈলঝাড়ায় অপহৃত দুই ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২ আগৈলঝাড়ায় অপহৃত দুই ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২ - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় অপহৃত দুই ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

3:18 pm , December 6, 2022

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় দুই স্কুলছাত্রী অপহরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।  দুই অপহৃতাকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত স্কুলছাত্রীদের ডাক্তারী পরীক্ষা শেষে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে,  উপজেলার বড় মগড়া গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রীকে পাকুরিতা গ্রামের খগেন পান্ডের ছেলে জয় পান্ডে (১৯) স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় ২ ডিসেম্বর শুক্রবার ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে বড় মগড়া গোবিন্দ মন্দিরের সামনের সড়ক থেকে বখাটে জয় পান্ডে ও তার লোকজন ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ে অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে জয় পান্ডেসহ তিন জনকে আসামী করে গত ৪ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী হোসেন অপহৃতাকে সোমবার রাতে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী জয় পান্ডে (১৯) ও তার দুলাভাই প্রেমানন্দ জয়ধরের ছেলে ঝন্টু জয়ধরকে (৪২) গ্রেফতার করেছে। অন্যদিকে উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরণের প্রলোভন ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো পাশ^বর্তী উত্তর ধামুড়া গ্রামের মিন্টু মীরের ছেলে ইয়াসিন মীর (২৯)। ইয়াসিনের  প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৪ ডিসেম্বর রোববার সকালে স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনের রাস্তা থেকে বখাটে ইয়াসিন তার লোকজন নিয়ে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ে অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার থানায় ইয়াসিনসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ অপহৃতা স্কুলছাত্রীকে সোমবার রাতে উদ্ধার করে। তবে কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। দুই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতাল ও জবানবন্দি প্রদানের জন্য আদালতে  প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT