2:51 pm , December 4, 2022

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় শিক্ষক ও সুপারভাইজরদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষন শুরু হয়েছে। রোববার বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন শুরু হয়। বরিশাল জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং এসএম ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের এমপি এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহে আলম। ফাউন্ডেশনের পরিচালক মোঃ খোরশেদ আলম সেলিম সভাপতিত্ব করেন। ফাউন্ডেশনের প্রোগ্রামার ম্যানেজার সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন বিশেষ অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, কর্মসূচী প্রধান (ভোসড) মহাদেব দাস, জেলা প্রোগ্রাম ম্যানেজার এস এম নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, জেলা মানবাধিকার প্লাটফরমের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, চাখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল মালেক হাওলাদার প্রমূখ। প্রশিক্ষণে ৪ জন সুপারভাইজর এবং ৫৮ জন শিক্ষক অংশ নিচ্ছেন।