3:08 pm , December 3, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলায় বাস চাপায় মোটর সাইকেল অরোহী চয়ন দাস (৩০) নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত চয়ন দাস গৌরনদী উপজেলার গৈলা এলাকার মন্টু দাসের ছেলে। আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোটর সাইকেল চালক জয় দাস (৩০)। তিনি বরিশাল নগরীর নাজির মহল্লা এলাকার গৌরঙ্গ দাসের ছেলে। গৌরনদী মহাসড়ক থানার সার্জেন্ট সুমন জানান, জয় ও চয়ন গৌরনদী থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে যাচ্ছিলো। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাইশখোলা দেওপাড়া এলাকায় পৌঁছলে একই দিক গামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে বাসের নিচে চাপা পড়ে জয় ও চয়ন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শেবাচিমে পাঠালে চয়নকে মৃত ঘোষনা করে চিকিৎসক। সার্জেন্ট সুমন বলেন, দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও বাস আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়েছে। বাসের যাত্রীরা বিকল্প যানবাহনে নিজেদের গন্তব্যে গেছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত চয়ন দাসকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।