3:02 pm , December 3, 2022

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক (মন্ত্রী) বীর বাহাদুর উশৈসিং এমপি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির সদস্য জ্যাতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তুলারমা), টাস্কফোর্সের চেয়ারম্যান ও শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন (উপরে)। জ্যাতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ওরফে সন্তুলারমাকে ফুলের শুভেচ্ছা জানান আঞ্জুমান আবদুল্লাহ (নিচে) -পরিবর্তন