2:59 pm , December 3, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ নগরীর ১০ নং ওয়ার্ড জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেডিসি বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট এম এ জলিল, জাতীয় পার্টির বরিশাল মহানগর কমিটির যুগ্ম আহবায়ক আক্তার রহমান সফরু, যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম গফুর, মোর্শেদ ফোরকান তালুকদার, মঞ্জুরুল আলম খোকন, কামরুজ্জামান কামাল চৌধুরী, নজরুল ইসলাম হেমায়েত, মাস্টার আব্দুল আলীম, জেলা কৃষক পার্টির আহবায়ক মোঃ মোসলেম ফরাজি, যুব সংহতি মহানগর কমিটির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি সোবাহান গাজী, জাহঙ্গীর হোসেন ফকির, আব্দুল মন্নান। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।