শিশুর জন্মের সাথে সাথে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে -মন্ত্রী পরিষদ সচিব শিশুর জন্মের সাথে সাথে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে -মন্ত্রী পরিষদ সচিব - ajkerparibartan.com
শিশুর জন্মের সাথে সাথে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে -মন্ত্রী পরিষদ সচিব

3:17 pm , December 2, 2022

জুম্মার নামাজে বয়ান করলেন মন্ত্রী পরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক ॥ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে নগরীর পুলিশ লাইন্স মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শুক্রবার তিনি জুম্মার নামাজ আদায়ের পূর্বে শুদ্ধাচার ও ধর্মীয় বিষয়ের ওপর বয়ানও প্রদান করেন। এ সময় সেখানে উপস্থিত বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব, মহা পরিচালক, বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ, জেলা ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাসহ স্থানীয় মুসল্লিরা। এরআগে  সকালে বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেণ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সময় তিনি বলেন, এখন থেকে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে। আর এই নিবন্ধন নম্বরটিই হবে জাতীয় পরিচয় পত্রের নম্বর অর্থাৎ এনআইডি কার্ড হিসেবে কাজ করবে। তিনি বলেন, জন্ম নিবন্ধনের সময় যে নম্বর থাকবে সেটিই তার এনআইডি হবে এবং এটিই পাসপোর্ট নম্বর হবে। এ জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি দুই বছরের মধ্যেই সকল প্রক্রিয়া শেষ হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT