বরিশাল পলিটেকনিকে অধ্যক্ষের বিরুদ্ধে জুনিয়র শিক্ষককে পেটানোর অভিযোগে জিডি বরিশাল পলিটেকনিকে অধ্যক্ষের বিরুদ্ধে জুনিয়র শিক্ষককে পেটানোর অভিযোগে জিডি - ajkerparibartan.com
বরিশাল পলিটেকনিকে অধ্যক্ষের বিরুদ্ধে জুনিয়র শিক্ষককে পেটানোর অভিযোগে জিডি

3:13 pm , December 2, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় জিডি করেছে এক জুনিয়র শিক্ষক। শুক্রবার দুপুরে ইনষ্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর নজরুল ইসলাম এ জিডি করেন। জিডিতে অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিনের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে ইন্সটিটিউটের নিচ তলায় এসি শপের সামনে তাকে মারধরের অভিযোগ আনা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন গত ৩০ নভেম্বর নজরুল ইসলামকে বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় কারণ দর্শনোর নোটিশ দেয়। সেই নোটিশের জবাব গত ১ ডিসেম্বর দেন নজরুল ইসলাম। কিন্তু জবাব অধ্যক্ষ রুহুল আমিনের পছন্দ না হয়নি। নজরুল ইসলাম জিডিতে অভিযোগ করেন, এরপরেই অধ্যক্ষ তাকে এলোপাথারি কিলঘুষি ও লাথি দিয়েছেন। এমনকি চাকুরীর ক্ষতি করারও হুমকি দিয়েছেন অধ্যক্ষ।
জুনিয়র ইন্সট্রাক্টর নজরুল ইসলাম বলেন, শোকজের জবাব অধ্যক্ষের মনপুত হয়নি। পরে তাকে দ্বিতীয় তলা থেকে নিচ তলার সিড়ির নিচে এসি শপের সামনে নেয়। সেখানে সিসি ক্যামেরা নেই ও অন্ধকারাচ্ছন্ন থাকায় মারধর করে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছেন। মারধরের ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।
বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন বলেন, মারধরের বিষয়টি ভিত্তিহীন। সে কথায় কথায় মিথ্যা কথা বলে। তাকে শোকজ করা হয়েছিল। কিন্তু তিনি যে ভাষা ব্যবহার করেছে তা তার ক্ষতি হবে বলে তাকে জানিয়েছি। অন্য শিক্ষকের ডকুমেন্ট তার মোবাইলে ছবি তুলেছে। সে জন্য তার মোবাইল নিয়েছিলাম। কিন্তু মোবাইল লক থাকায় তাকে খুলে দিতে বললে সে ডকুমেন্টটি ডিলেট করে দেয়। এর বাহিরে কিছু হয়নি।
কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, অভিযোগ দিলে অবশ্যই, তদন্ত করে দেখা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT